দিনে দিনে যা বেড়েছে বোঝা,
আমার সে ভার মুক্ত করে দাও
যেথায় থাকো সবার মাঝে তুমি
সেথায় আমায় যুক্ত করে নাও।


যেদিন তুমি পাঠিয়েছিলে ভবে,
দাওনি কিছুই এই দুহাতে যার
পরের যা তা নিজের করে নিয়ে
বাড়ালো সে নিজের অনেক ভার।
দিয়েছিলে যার তরে যা
জমা আছে এই করে তা
এবার সেসব তার তা হাতে দিয়ে
তাদেরই তা ভুক্ত করে দাও।


ডাকবে যখন কাছে তোমার ওগো
তোমায় যেন পূর্ণ করে পাই
যার ধন তার হাতে দিয়ে তাই
এখন আমি শূন্য হতে চাই।
ইচ্ছা যেমন তেমন রেখো
পথ হারালেই পথে ডেকো
শূন্য আমায় ডাকার আগে শুধু
তোমার প্রেমে বুক তো ভরে দাও।