আকাশ? সে তো অতি উচ্চ, পাইনিকো তার ছুঁয়া
চপল বাতাস পালিয়ে বেড়ায়, যায়নি ধরে থুয়া
তোমার বুকে বুকটি মিশে
অনেক ক্ষত পিষে পিষে
তবুও মাটি ভিজলে না হায়, কান্না হলো ভুয়া!


আকাশ দেখায় খুব মনোহর যখন ভীষণ নীল
কবিতা হয় সুখের পাঠ্য, ছন্দে যখন  মিল
এইটুকুতেই হয় যে বিচার
অধিক খবর কে রাখে আর
ওদের মাঝে ঢেউ তুলে যায় কোন বেদনার ঢিল।