কেমন করে চাইতে যে হয়
হয়নি আমার জানা
যখন যা চাই, তাতেই যে হয়
ভীষণ ত্রুটি নানা।


পাই না বলে রাগ যে করি
ভিক্ষা চাওয়ার লাজে মরি
আবার যেতে তোমার দ্বারে
মন করে যে মানা।


পাওয়ার শর্ত ছাড়াই যেন  
তোমার কাছে চাই
আমার ভালো নয়তো তাতে,
চেয়েও যা না পাই।
চাই যেন গো তোমারই দান
ভাবি না আর মান অপমান
পাই বা নাপাই, তোমার দ্বারে
রোজ যেন দিই হানা।