সুখের দিনে বুকের কাছেই থাকো
দেখি না তো চেয়ে
দুখের দিনে, ত্যাগ করেছ বলে
যাই অভিযোগ গেয়ে।


যাদের মাঝে আসো তুমি,
থাকো যাদের সাথে
তাদের সাথে কোনদিনই
কাটাই না ক্ষণ্ রাতে।
দিনের আলোয় তাদের আঁধার নিয়ে
ভাবার সময় নেই
রাত্রি এলেই, আমার এ ঘর ভরি
তোমার আলো পেয়ে।


সবার সাথে এসে যখন দাঁড়াও,
তোমায় দূরে তাড়াই
ভাবি তোমায় খাবার দেবো একা,
সাথে ওদের ছাড়াই।
বুঝি নাকো, তোমার বুকের ক্ষুধা
ওদের ক্ষুধায় কাঁদে
তোমার খাওয়ার তৃপ্তিটা যে হয়
ওদের খাওয়ার স্বাদে।
তোমার খাবার আমার হয়েই থাকে
আমিই বাঁচি খেয়ে।