তোমার জগতে এখন নিঃসীম নীরবতা
পৌঁছায় না সেখানে স্বজনদের বিলাপী কথা।
অসাড় শায়িত তুমি - সত্যি তো এই
কারো হয়ে তুমি আর এ জগতে নেই।


অথচ ক্ষণকাল পূর্বেও ছিলে -
কারো পুত্র, কারো পিতা, স্বজনদের প্রিয়
আর কারো অবিচ্ছিন্ন আত্মার আত্মীয়।
তোমার দৃপ্ত পদক্ষেপ, হাস্যোজ্জ্বল মুখ
স্বজনদের ভরসা দিত, মনে দিত সুখ।
ভবিষ্যতের স্বপ্নেরা খেলে যেত তোমার চোখের তারায়
সংসারের সুখ ছিল তোমার বুকের কানায় কানায়।


এখন নিস্তব্ধতার জগতে তুমি - এখানে শুধু আছে
বুকফাটা কান্না আর অম্লান স্মৃতি স্বজনদের কাছে।
কিছু তার বুকে নিয়ে নিস্তব্ধ আমি
কেমনে জানাই তোমাকে? শুধু জানে অন্তর্যামী -
তুমিও ছিলে আমার প্রিয়
নিজগুণে হয়েছিলে আমার আত্মার আত্মীয়।
তোমার স্মৃতি তাই জীবনের বাকিটা পথে
মাঝে মাঝে খোঁচা দেবে হৃদয়ের ক্ষতে।


তোমার প্রয়াণে মনে আজ এই বোধ জাগে -
একই গন্তব্যের পথিক আমরা,
তুমি সেথা পৌঁছালে দুদিন আগে-
দুদিন পরে আবার দেখা হবে, আবার কথা হবে
ততদিন অনন্ত প্রেমময় প্রভুর করুণায়
তোমার আত্মা সুখে থাক নীরবে।