নির্বোধ এক নিজের ঘরে লাগিয়ে যখন খিল
জানলা দিয়ে ছুড়তে থাকে অন্ধকারে ঢিল
বোঝে না সে এমন কর্মে কী আছে তার ভুল
দাবী করে মন্দে মারার কর্মে সে মশগুল।


নিজকে ভালো ভেবে যে'জন দেয় তাতে হাততালি
ঢিলটা এসে তারই লাগা সময়ের কাজ খালি।
ঢিল ছোড়ে যে তার চেয়ে সে নয় কম নির্বোধ
সবার মঙ্গল এমন কর্ম করলে শুধু রোধ।


এমন ঢিলে ব্যস্ত যে'জন নয় কারো সে আপন
নিজকে মহত প্রচার ক'রে স্বার্থে জীবন যাপন।
নির্বোধকে তিরস্কারে করলে সে ঢিল বন্ধ
সবার বিপদ লাঘব হ'লে সবারই আনন্দ।