অন্ধকারে বসত আমার,
অন্ধকারের মেয়ে
আলোর মানুষ আলোয় নেবে
আছি সে পথ চেয়ে।

হাতটা আমি বাড়িয়ে আছি
যেথায় আলো আছে
সেথায় কেন নাও না আমায়
আসো আমার কাছে?

যেথায় এসে হয়ে গেছি
আমিই ভীষণ একা
একলা বলে সেথায় কেন
চাও গো আমার দেখা?

হাতটা যখন বাড়াও এ দিক
ধরই নাগো হাত
ও হাত দিয়ে মারবে কেন
লজ্জা, শরম, জাত?


অসভ্যতার পরিচ্ছদেও
সভ্য আমার মন
সভ্য থেকে আশা করি
সভ্য আচরণ।


অন্ধকারের মেয়ে আমি
আলোর পিপাসায়
আলোয় আমায় নিতে পারে
এমন কি কেউ নাই?