মান যার নেই, তারেই তুমি করো অপমান
হাতটা তবু পেতেই ভাবি, করবে কিছু দান।
পাই বা নাপাই হাত পাতাটা করি নাতো বন্ধ
শূন্য এ হাত দেখেই যদি পাও তুমি আনন্দ।

তোমার হাতে ছুড়লে কিছু ভাবি দিলে ফুল
আগুন-কণা হাতে পেয়েই বুঝি মনের ভুল।
তবু তোমার আগুন-কণা জড়িয়ে ধরি বুকে
যা দিয়েছো, নয়ন জলে তা পাওয়ারই সুখে।

পুড়ে পুড়েই যখন আমি হবো পূর্ণ ছাই
তুমি ছুঁয়ে দেখতে গেলেই ঝরবো তোমার পায়।
তখন যদি গরম ভেবে একটু ঢালো জল
জলের সাথে চুইয়ে ছোঁবো তোমার চরণতল।

আমার চোখের জলে যদি কারো আগুন নেভে
সে জল আমি ফেলেই যাবো, কেউ সুখী তা ভেবে।
আমার নীরব হাত পাতাটা ভাবলে নাহয় মান
সুখেই রবো পেয়ে পেয়েই তোমার প্রত্যাখ্যান।