ক্ষুধায় আহার অপরিহার্য
প্রত্যেক ব্যক্তির খাদ্যের সর্বোচ্চ মাত্রা তবু ধার্য -
হোকনা চল্লিশটা পাঁকা ফজলী আম,
অথবা যতটুকু ভাত দেয় চা'ল এক হাজার গ্রাম
কিংবা মাংসের সাথে আশিখানা চালের রুটি -
এর বেশী দিলেই বলবে, আর পারছি না, এবার উঠি।
তেমনি আছে পিপাসায় আকণ্ঠ পানের পরিমিত পানীয়
মাত্রারিক্ত আহার বা পানে ব্যক্তির মৃত্যুই কল্পনীয়।


প্রশ্ন থাকে,
কতটুকু সুখ কারো জন্যে সর্বোচ্চ সুখ?
কতটুকু দুঃখ সর্বোচ্চ সহনীয় দুখ?
সারা জীবনে সর্বোচ্চ কতটুকু ভালোবাসা বিতরণ করা যায়?
সর্বোচ্চ কতটুকু ভালোবাসা পেলে একজন আর না চায়?
কোন্ মাত্রার অধিক সুখ, দুঃখ এবং ভালোবাসা,
কেউ পেলে, তার জন্যে হয় তা প্রাণনাশা?
কোন্ মাত্রার অধিক ভালোবাসা দিলে একজন নিঃস্ব হয়?
কতটুকু সুখ বা দুঃখ অপরকে দিলে, আর চায় না দিতে কারো হৃদয়?