চোখ ভরে যার দাওনি স্বপন, দিলে শুধুই জল
নাও যদি চাও তবু যে তার সইতে হবে ঢল।


ফুল চেয়ে যে হাত বাড়ালো দিলে তারে কাঁটা
সেই কাঁটাতে রঙিন যে আজ রক্ত ঝরা গা-টা।
আজ যতই সে গায় পরশ বুলাও হবে কি তার ফল?


সবুজ হৃদয় যে বাগিচায় ছিল পাখির কূজন
আমরা যেথায় দোল খেয়েছি ক'দিন আগে দুজন
সেথায় যে আজ পোড়ার ধোঁয়া
পায় না সে আর জলের ছোঁয়া
চোখের জলে দাও নিভাতে সেই বাগিচার অনল।


মরীচিকার হাত ইশারায় ছিঁড়ে গেছো মালা
আজ কেন হায় ভাবছো বৃথায় এই বুকে কি জ্বালা?
সেই জ্বালাতেই জ্বলুক এ বুক
পুড়বে কেন তোমার যা সুখ?
সেই জ্বালাটাই দাও না হতে আমার পথের বল।