শুষ্ক-নিরেট পাথর 'পরে যতই ঢালো জল
তার বুকেতে ফলে না যে  সবুজ সতেজ ফসল।
ফলতো ফসল জমতো যদি কতক ধুলোবালি
সময়ে যা পারতো হতে সরস কিছু পলি।


সে সব সেথায় জমাট হওয়ার আগেই এলে ঝড়
কিংবা ঝরে প্রখর ধারায় বরষা ঝর ঝর
পাথর বুকের পলিমাটি যায় যে দূরে সরে
সবুজ গাছের চারাগুলি যায় তখনই মরে।


যুগের পরে যুগ চলে যায়, পাথর পড়ে কাঁদে
সরস সবুজ হলো না বুক বৃষ্টি ঝড়ের ফাঁদে।
শুকনো পাথর জন্ম যাহার কেনই বা তার বুকে
সরস সবুজ বাগান পাওয়ার স্বপ্ন হাসে সুখে?