দুঃখী যাদের জীবন, তাদের কথা লিখে
লেখক কবি থাকে, ধন ও ধান্যে টিকে।

দুখীর কথা বলে, নেতার মুখে ফেনা
দুর্নীতিতে ডুবে, নিজের সুখটা কেনা।

নীতির গীতি গেয়ে, যারাই নীতি আনে
দুর্নীতিকে নীতি, তারাই আগে মানে।

নীতির কথা ভেবে, সরল মানুষ মরে
দুর্নীতিকেই নীতি, চতুরজনে ধরে।

জীবন যাদের নরক, তাদের নরক-ভয়ে
ধর্মগুরুর স্বর্গ, উপাসনালয়ে।

নরক যাদের জীবন, স্বর্গটা শেষ আশ্রয়
সেই স্বর্গ পাওয়া, মরার পরেই হয়।

জীবন যাদের স্বর্গ, ইচ্ছাতে সব হয়
সবই আছে তাদের, নেই নরকের ভয়।

আশাহীনের তরে, শধুই যে আশ্বাস
দাঁড়িয়ে দ্বারে হাসি, দেখায় পরিহাস।