আমার লম্বা কবিতা প্রসঙ্গে


বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগ পর্যন্ত আমার জীবন কেটেছে বাংলার প্রত্যন্ত পল্লীগ্রামে| তখন বিদ্যুত, টেলিভিশন, সিনেমা এসব পাড়াগায়ে  ছিলনা| তবে বছরের কোনো কোনো সময় বিভিন্ন পালাগান চলত, যেমন কবিগান, ধুয়ুজারি, আরো অনেক কিছু যা স্মৃতির খাতায় আজ আবছা| এ গুলো চলত একটানা কয়েকদিন ধরে| একদল গানে, বাজনায়, কবিতায়, ছন্দে কিছু তাত্মিক প্রশ্ন রেখে যেত| অন্যদল উঠে প্রথমে কিছু ভক্তি-শ্লোক তারপর বিরোধী দলের প্রশ্নের সুত্র ধরে তাদের জ্ঞান-গভীরতার উপহাস করত; অর্থাত প্রশ্নের উত্তর দেওয়ার আগে অনেক আগডুম বাগডুম চলত| একসময় শ্রোতারা একটু অধৈর্য্য হত, এবং লম্বা ভনিতা রেখে সরাসরি উত্তর দেওয়ার জন্যে পিড়াপিড়ি  করত| তারপর উত্তর যখন আসত, তখন অনেক শ্রোতারাই বাহবা, বাহবা, সাধু, সাধু রবে গানের স্থান কাপিয়ে তুলত| যারা এরকম অনুষ্ঠানে নিজে কোনদিন উপস্থিত না থেকেছে তাদের জন্যে তখনকার সেই আবেগ আর উত্তেজনাকে হৃদয়ঙ্গম করা অসম্ভব|


হয়ত আমার লম্বা কবিতা লেখার বদভ্যাসটা ওখান থেকেও আসতে পারে অথবা বিশ বছর বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়া থেকেও আসতে পারে| লেকচারারের একটা সংজ্ঞায় হচ্ছে যখন সে বুঝে যে তার কথা  কেউ শুনছেনা তারপরও বকতে থাকে| আবার বেশী বকছি| একমাত্র আমার স্ত্রীই অভিযোগ করে যে আমি কথা বলতে চাইনা, আর সবায় অভিযোগ করে যে আমি বেশী কথা বলি - এটা মনে হয় কবি চরিত্রে মানায়না| আর আমার বাল্যজীবনের পরিবেশ, পক্ক জীবনের লেকচারী, অথবা অল্প কথায় মনের ভাব প্রকাশের অক্ষমতা, তা সে যেটাই দায়ী হোকনা কেন, লম্বা কবিতায় পাঠকের সময়ের অপচয় অবশ্যই অমার্জনীয়| এ জন্যে অকপট ধন্যবাদ জানায় আজকের এক কবিকে যিনি আমার লম্বা 'বধু, ময়না ও কাক' কবিতা পড়ে মন্তব্য লিখেছেন যে লম্বা কবিতা এখন আর কেউ পড়তে চায়না| তাইতো, আমি নিজেইতো কদিন আগের আলোচনায় লিখলাম যে পাঠকরা এই ব্যস্ত যুগে কবিতা পড়তে বা বুঝতে বেশী সময় ব্যয় করতে চায়না, অথচ আমিই স্ববিরোধিতা করছি| দুঃখের বিষয় আমার আরো কয়েকটা লম্বা কবিতা ভবিষ্যতে আসবে| তাই আমি অহেতুক যাতে কারো সময়ের অপচয় না করি, সে জন্যে ব্রাকেটে লেখা থাকবে (লম্বা কবিতা) - যেমন 'বধু, ময়না ও কাক (লম্বা কবিতা)', যাতে যে কেউ ইচ্ছা করলে ওটা না পড়ে অন্য কবিতায় চলে যেতে পারেন|


ওহ, এখনই ভারত-বাংলাদেশ ক্রিকেট শুরু হবে| ক্রিকেটের ফলাফলে ভগ্ন হৃদয়ে আসরে যদি আজ না ফিরি, তবে সবার জন্যে রইলো শুভরাত্রি|


পার্থ, অস্ট্রেলিয়া
৬ ফেব্রুয়ারী, ২০১৬