বিশ্ব-প্রেমিক

১৪ জুলাই, ২০১৫

সবাইতো প্রেম করে, কেউ মুখে বলে কেউ বলে না
পৃথিবীতে কে আছে, যে প্রেমানলে জ্বলে না!

একটু হাসি আর একটু চাওয়া
যতই হোক তা সে ক্ষণিক পাওয়া
আছে কেউ তারই তরে কোনো ছল ছলে না?

বন পোড়ে দেখা যাই আকাশে ধোঁয়া
প্রেমানলে পোড়া মন যায়না ছোঁয়া
আছে কারো মন যেটা প্রেমানলে পুড়ে যেতে টলে না?

প্রেমে কারো বুক ভরা, কারো নিঃস্ব
প্রেমহীন একদিন থাকে কি এই বিশ্ব?
সে বিশ্বে ভালোবেসে, বিশ্ব-প্রেমিক কেন হলে না?


বুক ভরে ভালোবাসো বিশ্বে
যত পারো দিয়ে যাও নিঃস্বে  
বিশ্বের নিঃস্বের বেদনায়, তোমার হৃদয় কি গলে না?