হে বঙ্গবীর
তুমি ছিলে শ্রেষ্ঠ সন্তান বঙ্গ জননীর।
সে মায়ের সন্তানেরা যে'দিন
লাঞ্ছনা, বঞ্চনায় হয়েছিল ভ্রান্ত দিশাহীন,
বজ্র কন্ঠে দিয়েছিলে ডাক -
রক্তের সংগ্রামে শোষক নিপাত যাক।
জীবনের সমস্ত সুখ দিয়ে বিসর্জন
করেছিলে এ'জাতির হৃত স্বাধীনতা পুনঃ অর্জন।
দিয়েছিলে নতুন এক পতাকা আর স্বতন্ত্র ভূমি
হয়েছিলে মাটির মানুষের 'বঙ্গবন্ধু' তুমি।


তোমার দু'চোখ যখন স্বপ্নে বিভোর
আনিতে শত-কোটি মানুষের সম্ভাবনার ভোর -
হঠাৎ নেমে এলো সেই ভয়াল, অমঙ্গল, অমানিশা
পথ-ভ্রান্ত দুর্বৃত্তরা মিটাইল রক্ত-তৃষা,
তোমার আর প্রিয়জনদের চরম বলিদানে
ক্রন্দন-ছন্দ আর বিধুর সুর এলো বাঙালীর গানে।


আজ তবু কান্না নয়
সবকিছু হারানোর মাঝে, এ অমূল্য বিজয়
বঙ্গমায়ের কোলে এই দিনে তোমার আসা
ব্যথিত বঙ্গ-সন্তান, তবু বঙ্গবন্ধুরে জানায় ভালবাসা।


কে জানে ইতিহাসে লেখা আছে কী তা
কোনো জাতি পেয়েছে কি তোমার চেয়ে শ্রেষ্ঠ পিতা।
কী হবে তা জেনে,
কী হবে, হে বঙ্গবন্ধু, তোমার তুলনা এনে?
তোমার তুলনা শুধু তুমিতে
তাই আজি শ্রদ্ধা জানাই ভক্তির চুমিতে!