বুদ্ধিমান লাল্টু মিয়া


('বুদ্ধিমান লাল্টুমিয়া' তিন খন্ডে শেষ হবে| বুদ্ধিমান লাল্টুলিয়া আমাদের গ্রামে করত| শেষ হওয়ার পরে খুঁজে দেখতে পারেন এই লাল্টুমিয়া এখন আপনাদের গ্রামে বাস করছে কিনা| )


মোদের গায়ের লাল্টু মিয়া, বুদ্ধি যে তার বেজায়
আশেপাশের দশটা গায়ে, সাধ্য কাছে কে যায়?
বায়াত্তরের এস, এস, সি, তে অংকে পেয়ে লেটার
পরীক্ষাতে পাশ করে সে হয়নি কভু বেকার|
নিন্দুকদের নিন্দা কথা সত্যি কেন ধরো
তার পরীক্ষা সেই দিয়েছে, সন্দেহ কেন করো?
সেটাই তো তার প্রথম নয়, সাত সাতবার আগে
পরীক্ষা সে দিয়েছিল বিদ্যার অনুরাগে|
পাশ দিলেতো লেঠাই চু’কে হয়ে যাবে শেষ
পাশের আগেই লেখা পড়া, বুদ্ধি বাড়ে বেশ
লাল্টু মিয়ার এমন যুক্তি কেমনে করো হেলা
এমন পাকা বুদ্ধিতে পাশ পাবেনাকো মেলা|
বুদ্ধি পাকা লাল্টু মিয়া অংকে পাওয়া লেটার
দিন তারিখকে সঠিক করায় জুড়ি আছে কে তার?
জন্ম তারিখ ভুলের দায়ে বাবা মায়ের নামে
মামলা ঠুকে বয়স কমায় চাকরী পাওয়ার কামে|
এত বুদ্ধি মাথাতে যার, তার বুদ্ধি বেচা চায়
কেও জানেনা কেমন করে শিক্ষকতা পায়|


লাল্টু মিয়া শিক্ষক হয়ে চ’লে গেল দুরে
গায়ের মানুষ বুদ্ধিহারা, বছর গেলো ঘুরে
হঠাত শুনি লাল্টু মিয়া গায়ে এলো ফিরে
গল্প উঠে লাল্টু মিয়ার শিক্ষকতা ঘিরে|
পাকা বুদ্ধির বক্তব্য সব, বুঝা সহজ নয়
বিদ্যাসাগর তরঙ্গকে সবাই পেলো ভয়
সেই ভয়েতে স্কুল থেকে সবাই গেল দুরে
লাল্টু মিয়া স্কুল ছেড়ে গায়ে এলো ঘুরে|  


(চলবে .........।)