জীবনের শেষে মরণের ক্ষণ ঘনায়ে যখন আসিবে
মরণের দূত! জীবন হরণে তুমি কী মধুর হাসিবে?


হে চির ভয়াল, হাসিও বন্ধু হাসিও
সারা জীবনের শত্রু, শেষে বন্ধুর বেশে আসিও
করুণা ভরিয়া এ প্রাণ হরিয়া হৃদয়ের ভয় নাশিবে।


জ্বরা ও ব্যথায় ভরা জীবনের শেষে
নাশিও আমার দুঃখ বেদনা হেসে
ক্লান্ত নয়ন আসিবে যখন মুদিয়া
ও নিঠুর প্রিয় এ জীবন দিও রুধিয়া
প্রভুর মিলনে প্রাণ তব সনে তোমার ভেলায় ভাসিবে।


রচনা: ১৬ এপ্রিল, ২০১৬