এ এক আজব খেলা হারবো জেনেও ভবের মাঠে খেলছি
জীবন গাছটা শুকনো জেনেও গোড়াতে জল ঢেলছি।


খেলায় খেলা ভবের মাঠে আজব খেলোয়াড়
ফলাফলটা আগেই জানা তবুও নেই ছাড়
রোধ প্রতিরোধ, খেলা যখন জমে উঠে বেশ
হঠাৎ করেই বাজে বাঁশী, হঠাৎ খেলা শেষ
শ্বাস ফেলাতেই শ্বাস ফুরাবে, তবু তো শ্বাস ফেলছি।


সেজন যেমন চালায় তেমন সারাটি দিন চলছি
যেমন বলায় সারাটি দিন তেমন করেই বলছি।
তবু নাকি করবে সে জন চুল চেরা বিচার
আমার চলায় আমার বলায় দোষটা কোথায় তার
চলার শেষে থামবে জেনেও, সারাক্ষনই ঠেলছি।


এই ধরণী হাসি গানে রঙ্গ রসে ভরা
সৃষ্টি যাহার নামটি তাহার কখন হয় আর স্মরা।
তারই মাঝে হঠাৎ আসে মৃত্যু, ব্যথা জ্বরা
সাজানো সব স্বপ্নগুলোর নিত্য দেখি ঝরা
কাল অকালে স্বপ্ন ঝরা দেখেও তবু স্বপ্নে ডানা মেলছি।


রচনা: ২৫ এপ্রিল, ২০১৬