প্রত্যাশা ছাদ ছোঁয় মেঝেটা পছন্দ নয়
    মাঝখানে পিং পং নৃত্য
       ওরা মধ্যবিত্ত।


বিরানির সৌরভে শাক-ভাত গৌরবে
    কোনমতে টিকে থাকে পিত্ত
       ওরা মধ্যবিত্ত।


বিত্তের কথা শুনে স্বপ্নের জাল বুনে
  না পাওয়ার গান গায় নিত্য
       ওরা মধ্যবিত্ত।


কোনোদিন ভালো নেই 'ভালো' বলে শুধালেই
    মুখে হাসি, কাঁদে শুধু চিত্ত
        ওরা মধ্যবিত্ত।


ঘরে শীতাতপ নাই গরমেতে ভিজে যায়
   মুখে বলে, খুব কাছে শীত তো
        ওরা মধ্যবিত্ত।


ভিখারীর সাথে নয় ধনীদের বড় ভয়
  ভাবে ওরা সমাজের ভিত তো
       ওরা মধ্যবিত্ত।


গরীবেরা ভাবে উঁচু বিত্তেরা ভাবে নীচু
   সদা রয় মনে তাই ভীত তো
        ওরা মধ্যবিত্ত।


ঠিক না বেঠিক ভাবে পথে কি বিপথে যাবে
     ভেবে ভেবে দিশেহারা চিত্ত
        ওরা মধ্যবিত্ত।


উচ্চে উঠিতে চায় যদি তার সিঁড়ি পায়
     নীচে তবু রয় যে আমৃত্য
        ওরা মধ্যবিত্ত।


রচনা: ২৩ এপ্রিল, ২০১৬