যখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে
মনের মাঝে কী এক  সুখের মিষ্টি ঝরে
সে আনন্দেও বুকের মাঝে ভয়।
এমন কেন হয়?


মেঘ কেটে যেই নতুন আলো হাসে
আঁধার শেষে প্রভাত রবি আসে
মনটা বলে সব আলো এ নয়।
এমন কেন হয়?


দিনগুলি মোর কাটে যাহার সনে
মনটা আমার হারায় তাহার মনে
তবু যেন সবটুকু তার পাই না পরিচয়।
এমন কেন হয়?


যখন নিথর আঁধার যামিনী নিশ্চুপ
অরূপ ছায়ায় হৃদয় দেখে রূপ
হঠাৎ কানে কে যেন কী কয়।
এমন কেন হয়?


চন্দ্র-সূর্য-তারা, দেখছি প্রতিদিন
হঠাৎ দেখি ওরা, ঝুলছে বাঁধনহীন
মনটা ভেবে মরে, কেমনে ওরা রয়।
এমন কেন হয়?


বিশ্বভরা হাজার কলতানে
হাসি কান্না সুর বা বেসুর গানে
পাখির গানে হঠাৎ আনে এ মনে বিস্ময়।
এমন কেন হয়?


প্রতিদিনই খাই, ঘুমাই ও জাগি
ঘুমের আগে প্রভূর কৃপা মাগি
সে ঘুম জাগায় শেষ ঘুমোনোর ভয়।
এমন কেন হয়?


রচনা: ৭ মে, ২০১৬