খুকু কাঁদে সারাদিন আঁখি ছল ছল
টাকা চায়, কিনবে সে বারবি ডল।
মা বাবার বুকে লাগে বেদনার ছোঁয়া
দিল তারে কিছু টাকা, যা ছিল থোয়া।
শীতের সন্ধ্যা, গরম জ্যাকেট, মাথায় বিনি
শপিং সেন্টারে মা বাবার সাথে হাটে মিনি।
ঢুকার রাস্তায় বড় এক দরজার পাশে
নগ্ন-দেহ বৃদ্ধ কাঁপে তীব্র শীত-মাসে।
শুধাইল মিনি তারে, "জ্যাকেট কোথায়?"
বৃদ্ধ কহে, "কিনিব যে, সে টাকা তো নাই।"
"যেও নাকো, বসো হেথা", এই কথা বলে
শপিং এর ভিতরে মিনি গেল চলে।
কিছুক্ষণ পরে আসে জ্যাকেট হাতে ফিরে
বৃদ্ধের গায়ে পরায়  যতনে তা ধীরে।
মিনি হেসে কয় শেষে, "বাঃ, কি সুন্দর লাগে।"
বৃদ্ধ কাঁদে, মা বাবার বুকে বোধ জাগে -
নহে দর্শন, ধর্ম-তত্ত্ব, মহা-প্রতিরোধ,
যদি জাগে ছোট মনে বেদনার বোধ
রহিত না কোনদিন কেহ অনাহারে,
বস্ত্রহীন, চিকিৎসাহীন জগত-সংসারে।


রচনা: ২২ মে, ২০১৬