জাগ্রত মন আজ বন্দী খাঁচায়
ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে, মরা ও বাঁচায়।
সত্যে বাঁচিতে চায় স্বপ্ন-রঙিন
মিথ্যার ধর্ষণে মরে প্রতিদিন।
সে মনের ভালোবাসা বারবার মরে
মিথ্যার নিঠুর বাণে যখন রক্ত ঝরে
নির্মল প্রশান্ত আকাশের বুকে।
আবার বাঁচে সে প্রেম ও ক্ষমার সুখে।
একদিন যদি সে ভূলে যায় ক্ষমা
গর্জে উঠে যত আছে বিদ্রোহ জমা
যদি সে বইয়ে দেয় রক্তের গঙ্গা
সেদিন কি দেব সে মনের সংজ্ঞা?
মিথ্যার বেসাতিতে মগ্ন যেথা সবে
ক্ষমাশীল মন সেথা কিবা মূল্যে র’বে?


রচনা: ১৫ মে, ২০১৬