ওরে সুখের দেহরে!
সারাটা দিন কষ্ট করিস আহার পানি বিনে
ভাবিস এতেই হবে রোজা রমজানের এই দিনে।


চোখে যা তোর দেখা নিষেধ দেখিস সদাই চেয়ে
চুকল খোরী মুখটি সদাই যায় যে গীবত গেয়ে
খাবারটা খাস হারাম টাকায় হালাল মাংস কিনে
সারাটা দিন কষ্ট করিস আহার পানি বিনে।


শরীরটাকে বন্দী রাখিস দ্বার খোলা মসজিদে
আল্লাহ সেথা পায়না যে পথ রুদ্ধ-বধির হিদে
দেহের সাথে হৃদয় লাগে আল্লাহ-নবীর দ্বীনে
সারাটা দিন কষ্ট করিস আহার পানি বিনে।


রোজার নামে উদর ভরিস সেহরী ইফতারে
ভুখা নাঙ্গার নিত্য রোজা, দেখিস না তুই তারে
গরীব দুখীর সঙ্গে আল্লাহ নিলি না তুই চিনে
সারাটা দিন কষ্ট করিস আহার পানি বিনে।


রোজার পোশাক, ঈদের পোশাক, সুগন্ধি আতরে
ভিখারীর ওই নেংটা ছেলে ঈদেই বা কি পরে?
দেখিস না তুই নিত্য ওরা চিকিত্সাহীন মরে।
আল্লাহ কি আর স্বর্গ দেবে এমন হৃদয় হীনে?
সারাটা দিন কষ্ট করিস আহার পানি বিনে।

রচনা: ১৬ জুন, ২০১৬