আজ কিবা পরদিন এবারের ঈদ
তাই নিয়ে আজ থেকে নেই কারো নিদ।
বিজ্ঞানে বিজ্ঞ-জন বলেন গণনায়
ঈদ কাল, এতে কিছু সন্দেহ নাই।
চাঁদ দেখে শুরু-শেষ, নবীজির মত -
তাই কেউ বলে হবে বিজ্ঞান-বিপথ;
নাই যদি রয় চাঁদ দেখার প্রয়োজন
ঈদের চাঁদে কেন হাসবে কারো মন?


ছেলে মেয়ে খুশী চায়, পড়ে না বিপাকে
শুধু ভাবে সুন্দর দেখাবে কি পোশাকে।
গিন্নি ভাবেন এবারে কী কী হবে রান্না
এমন যেন না হয় কেউ চেয়ে পান না।
সেমাই, পোলাও, দই, সাথে চটপটি
মাংসের সাথে রবে পরোটাও কটি।
কারো আছে ডায়াবেটিস, কারো অম্বল
চায় তাই সাদা ভাত, শাক, মাছ, ফল।
একবার দেখা দিতে শওকত মোল্লা
এসে চাবে জিলিপি নয়, সাদা রসগোল্লা।
ঘর দোর চাই সব ঝকঝকে সাফ
দুর্নামই নয় শুধু, নোংরাতে পাপ।


ঈদ এসে ডাক দেয়, হে মুসলমান
দেখা দিও আপন জনে, নিও মেহমান।
ভুলো না প্রতিবেশী, দুঃস্থ, অসুস্থ যারা
সম্পদের কিছু যেন পায় সর্বহারা।
তোমাদের প্রার্থনা, কত কাজ, ব্যস্ততা
তার সাথে আল্লাহ চায় সবার একতা।
একদিন আগে কিবা একদিন পরে
বুঝের বিভিন্নতায় যে যেদিন করে
আল্লাহ যেন করে নেয় সবারে কবুল
আমি বা তুমি কে বলি অন্যে ভুল?
মনে রেখো, বছরে সে একবার আসে
দুঃখ, ব্যাথায় তবুও তো শত মন হাসে।
দূরে থাকা মানুষেরা কাছে ফিরে আসে
দুঃখ ভুলে সবে মিলে আনন্দে ভাসে।


এবারের ঈদে এসো করি এই পণ
একসাথে হাসে যেন সকলের মন।


রচনা: ৪ জুলাই, ২০১৬