গ্রীষ্মের এক দুপুরে, প্রচন্ড রোদ
পথিকের কণ্ঠে তৃষ্ণা, পায়ে ক্লান্তি বোধ।
পথের পাশেই এক বটবৃক্ষ ছায়ায়
তিনজন পথিক বসে ক্লান্ত শ্রান্ত পায়।
সাধু, চোর আর পেঁয়াজ-রসুন বিক্রেতা -
নাম তার বদ্রুপ, নিবাস আদ্রুপ যেথা।
গাছের শাখায় এক বিভোল পাখি
ব্যাথাতুর কেঁদে যায় কারে ডাকি ডাকি।
হঠাৎ সাধু কয়, জুড়ায় আমার প্রাণ
পাখি গায় কি মধুর স্রষ্টা-গুণগান!
চোর বলে কোথা শুনো স্রষ্টা-গুণগান?
ও তো শুধু বলে যায়, হুশিয়ার সাবধান!
হঠাৎ বদ্রুপ বলে, চুপ চুপ চুপ
ও বলে পেঁয়াজ রসুন বেচে আদ্রুপের বদ্রুপ।


রচনা: ৩ জুলাই, ২০১৬