ওরে কসাই ডাক্তার সব
সুস্থ মানুষ বানাস শব
হাসপাতালে চিকিৎসা নেই
মন প্রাইভেট ক্লিনিকেই।
মোদের টাকায় বেতন নাও
প্রাইভেট ক্লিনিকে যাও।
ওষুধ কোম্পানী দিচ্ছে ফাও
প্যাথলজি'র কমিশন খাও।
হাজার খাওয়ার একটা খা
নইলে খাবি লাঠির ঘা।
রোজ সই রোগ, মরার জ্বালা
এবার তোদের মরার পালা।
নয় রে কসাই, মানুষ হ’
নইলে হবে বিদ্রোহ।


অফিস-পাড়ার আমলা
শুধুই খাওয়ার গামলা।
কৃষিবিদ ও ইঞ্জিনিয়ার
চোরের দলে সাধু কে আর!
দুর্নীতি আর ঘুষে ঘুষে
দেশের সম্পদ খাচ্ছ চুষে
সেই টাকাতে কিনছো ভূমি
দেশ বিদেশে বিঘায় বিঘায়
ভূমিহীন সব আমরা পঁচি
বস্তিগুলোর দিঘায় দিঘায়!
ওরে হবেই এবার হামলা
তোদের বদ-নসীবের মামলা।
ঘুষখোর নয়, মানুষ হ'
নইলে হবে বিদ্রোহ।


(চলবে ......)