(কবিতাটি জগতের সমস্ত অটিস্টিক ছেলেমেয়েদের জন্যে উৎসর্গ করলাম|)
================================
এমন কেন হয় রে আমার এমন কেন হয়
বুঝিনা এ সুখ না দুঃখ, আনন্দ না ভয়।


জগৎ ভরা গন্ধ, গান আর শব্দ, ছায়ার খেলা
অবাক হয়ে দেখি, শুনি, শুঁকি সারাবেলা
ধাঁধায় ভরা এ জগৎ যেন আমার জগৎ নয়।


চারিপাশের যা দেখি তার কিছু যখন নড়ে
কোন জগতের কথা যেন আবছা মনে পড়ে।
আমি যখন নড়ি-চলি হাজার কথা মনে বলি
জগৎ যেন চারিদিকে স্থির হয়ে চুপ রয়।


আমার মন থাকে এক অন্য জগতে
আমি চলি সে এক অন্য কোনো পথে
আমি পাই না কেন মনের মতো কারেও জগতময়।


রচনা: ৩ অক্টোবর, ২০১৬
=================================
### যারা অটিজমে ভোগে তাদের মানসিক অবস্থা অনেক সময় অপরিপক্ক ও কিছুটা বিভ্রান্তিতে ভোগে| নিজেকে ঠিক বুঝাতে পারেনা এবং অপরকে ঠিক বুঝতে পারেনা| আলো, আঁধার, শব্দ, ছবি, গন্ধ পৃথিবীর এসব স্বাভাবিক জিনিসগুলি তাদের মনের উপর বিভিন্ন রকম প্রতিক্রিয়া আনে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন রকম ব্যবহার করে| স্থির জিনিসকে তাদের কাছে অনেক সময় অস্থির মনে হয়, আবার অস্থির জিনিসকে স্থির মনে হয়| নিজের দেহ অথবা দেহের কোন অংশ অবিরত নেড়ে তারা অনেক সময় দেহের/মনের ভারসাম্য রক্ষা করে| তাদের মনের ভিতর ঢুকে তাদের অনুভূতি সঠিকভাবে জানা বা ব্যক্ত করা কোন সময়ই সম্ভব নয়| আমার খুব নিকট বন্ধুর অটিস্টিক ছেলে যে সব সময় আমার ছেলেমেয়েদের সাথে খেলতো, আমার স্ত্রী তার খণ্ডকালীন চাকুরীতে এই ধরণের বাচ্চাদের যত্ন নিয়ে থাকে, এবং আমাকে তাদের সম্পর্কে অনেক কথা বলে| এ সব থেকে তাদের মনের অবস্থাকে যথাসম্ভব আজকের কবিতায় তুলে ধরলাম| এরা পাগল নয়, শয়তান/প্রেতাত্মা গ্রস্থ নয়| এদের কে সহানুভুতির সাথে লালন পালন করা দরকার|