তুমি কী যে করো, কেন করো কিছুই বুঝিনা
তাই আমি আর যা করো তার জবাব খুঁজিনা
আমি কিছুই বুঝিনা।


আমি চলতে চাইলে আমার পথে
দেখি, চালাও তুমি তোমার মতে
আমার পথে চলার তরে তাই আর যুঝিনা
আমি কিছুই বুঝিনা।


চাইনা যখন দাও গো তখন আমার ঝুলি ভরে
দাওনা তখন এ প্রাণ যখন চেয়ে চেয়ে মরে।
যা করি মোর খাওয়ার আয়োজন
সে সব যে খায় অন্য কোনজন
আমায় খাওয়াও, যা সব ভাবি আমার রুজি না
আমি কিছুই বুঝিনা।


আমি শূন্য হাতে নামি পথে, হাত দুটি যায় ভরে
ভরা হাতে নামি যখন, দাও তা শূন্য করে।
শূন্য হাতে যা কিছু হয়
ভরা হাতে তার কিছু নয়
তাই তো ভাবি আমার যা, তা আমার পুঁজি না
আমি কিছুই বুঝিনা।  


রচনা: ৭ অক্টোবর, ২০১৬