ওরে আমার শিশু-কিশোর, জীবন-দিনের এই সবে ভোর
                  স্নিগ্ধ-বিমল আলো
এই আলোতে চললে পথ, পূর্ণ হবেই মনোরথ
                 জীবন হবে ভালো।


ভালো জীবন পেতে হলে, জ্ঞানীজনের কথায় চলে
                লাগে জীবন গড়া
সুস্থ শরীর খুশি মন, তার সাথে কর্মঠ জীবন
               ব্যায়াম ও লেখাপড়া।


পিতামাতা ও গুরুজন, ভালো কথা বলেন যখন
              সদাই দেবে মনোযোগ
সত্য কথা সদাই বলে, ভালো বন্ধুর সাথে চলে
              করবে সময় উপভোগ।


ধর্ম-কর্ম এখন শিখে, রাখবে নজর চারিদিকে
             জগৎ ভুলে ভরা
একটু খানি করলে ভুল, ফোটার আগেই ঝরবে ফুল
            হবে অকাল মরা।


পিতামাতা অসৎ হলে, তাদেরকে সৎ হতে বলে
             রাখবে তবু ভক্তি
হবেই নাকো অপব্যয়ী,  উশৃংখল বা ধূম্রপায়ী,
           নয় মাদকে আসক্তি।


সৎ সঙ্গেই স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ
            রাখবে সদাই মনে
একটু ছেড়ে বিলাসিতা, সদয় হলে ক্ষতি কী তা
            গরীব বন্ধুজনে?


তোমার ছোট্ট সহায়তায়, যে মেধাবী শিক্ষাটা পায়
           কাল সে দেবে বিশ্বকে
তুমিও ভাগ পাবে সমান, যা কিছু সে করবে দান
           কাল সে কোনো নিঃস্বকে।


শিক্ষা দীক্ষায় যোগ্য হয়ে, সেবার ব্রত মনে লয়ে
          গড়বে কর্ম জীবন
অল্প পেলেও থাকবে খুশি, অসৎ আয়ে মারবে ঘুষি
           সৎপথে চাই অর্জন।  


যত্ন নেবে পরিবেশের, সদাই ভালো করবে দেশের
           জীবন যে অমূল্য
একটা জীবন বাঁচাও যদি, যে সুখ পাবে নিরবধি
           নেই কিছু তার তুল্য।


চলার পথে বিঘ্ন রবে, সঠিক পথে চলতে হবে
           সত্যি কথা সর্বদাই
সকল ধর্মে শ্রদ্ধা রেখে, নিজ ধর্মের কানুন দেখে
           সবার ভালো করা চাই।


যত অন্যায়, অবিচার, জোর প্রতিবাদ করবে তার
           নিপীড়িতের সাথে রবে
তাতে অনেক বিপদ এলেও, দুষ্টরা সব সরে গেলেও,
          সত্য-যোদ্ধা সাথী হবে।


মানুষ হয়ে জন্ম যখন, আজ নয় কাল হবে মরণ,
        ফিরবে স্রষ্টার কাছে
ভালো কাজে দিলে প্রাণ, জগৎ মনে রাখবে দান
         আর কী পাওয়ার আছে?


রচনা: ৯ অক্টোবর, ২০১৬