প্রভু, পথহারা এক পথিক আমি, আমায় আনো পথে
আলোর ছটায় আঁধার হটাও আমার হৃদয় হতে।


রঙ বেরঙের চিত্র খেলায় নিত্য নয়ন ধাঁধে
সুখ বিলাসের ভোগ্য ছোঁয়া হৃদয়-দেহ বাঁধে।
ভোগ বিলাসের মোহ ভাঙাও
তোমার রঙে হৃদয় রাঙাও
বন্দী করো চপল হৃদয় ত্যাগের মহান ব্রতে
প্রভু আমায় আনো পথে।


রঙ বেরঙের গানের সুরে কান হয়েছে ভোঁতা
কোন গানে যে তোমায় পাবো কেমনে বুঝি গো তা?
যখন ভাবি সুর পেয়েছি
তোমার মনের গান গেয়েছি
হঠাৎ যে তা হারাই আবার হাজার সুরে ভুল জগতে
প্রভু আমায় আনো পথে।


অসীম জ্ঞানের সৃষ্টি তোমার আকাশ-বাতাস- ধরণী
আমি অথৈ জলের সাগরে তার ক্ষুদ্র যে এক তরণী।
অথৈ জলে ভাসছি তরী
কুল পাবো যেই মনে করি
উল্টো চলেহ ঠাৎ তরী উল্টো ঢেউয়ের স্রোতে
প্রভু আমায় আনো পথে।


রচনা: ২ নভেম্বর, ২০১৬