যখন আমার হৃদয় কাঁদে কহিতে অনেক কথা
তুমি কি জানো কি ব্যথা হানে তোমার নীরবতা?


আমি যে চাহি তোমার তরে গাহিতে কিছু গান
চাহিয়া নয়নে, বদনে দেখি ভরা শুধু অভিমান
আমার কণ্ঠে সুর যায় টুটে
কান্নায় শুধু হাহাকার উঠে
তুমি কি পারোনা ক্ষমিতে আমার যে সীমাবদ্ধতা?
তুমি কি জানো কি ব্যথা হানে তোমার নীরবতা?


জানি অহরহ করিতেছি আমি তোমার বিচারে ভুল
তুমি কি জানো চাহিতে ক্ষমা এ হৃদয় কী ব্যাকুল?
দেখিলে শুধুই করি যত ভুল
দেখিলেনা এই হাতে ধরা ফুল
অপলক তব আঁখির অনলে পুড়ি আমি তৃণলতা।
তুমি কি জানো কি ব্যথা হানে তোমার নীরবতা?


আমার এ প্রেম যোগ্য নহে তোমার ও দুটি চরণে
তাই কি কভু নাহি পাই ঠাঁই তোমার প্রেমের বরণে  
নাই যদি পারো দিতে ভালোবাসা
কেনো বুকে দিলে এতো প্রেম-আশা
তোমার হৃদয় রহিল ভরিয়া, আমার শুধু শূন্যতা!
তুমি কি জানো কি ব্যথা হানে তোমার নীরবতা?


রচনা: ৯ নভেম্বর, ২০১৬