মাটির ধুলায় কাটলে দাগ
জমিনখানা করলে ভাগ
হয়ে গেলো ভিন্ন দুটো দেশ
মানুষগুলো দুই দেশে রয়
হলো না ভাগ মানব হৃদয়
অবাধ যাওয়া আসার হলো শেষ।


সাপ, হিংস্র জানোয়ার
সীমান্ত নেই পিপীলিকার
শুধুই সেথায় মানুষ পাবে বাধা
নেই সীমান্তে অনুমতি
হোক মানুষের যে দুর্গতি
হোক না মৃত্যু, কিংবা যতই কাঁদা।


জলের উপর কল্প-রেখা
মানব-চোখে যায়না দেখা
তাতেই হবে কঠিন বাধার প্রাচীর
করলে মানুষ পারাপার
পাবে কঠোর কারাগার
আসুক না মাছ, হাঙ্গর কিংবা কুমীর।


ঊর্ধ্বে আকাশ নীলিমায়
অবাধ আলো বাতাস যায়
উড়ছে পাখি সেথায় সদা অবাধে
মানুষ যদি সেথায় উড়ে
কতই বাধা জগৎ জুড়ে
মানুষ হয়ে মানুষে বাধ সাধে।


মানুষ হলো বড়ই জম
বাড়লে ভাগে পড়ে কম
তাই তো মানুষ চাইনাকো কেউ আর
পশুর তরে সব অনুরাগ
মানুষ থেকে সবাই সজাগ
কি অসভ্য নীতিটা আজ সভ্যতার!


রচনা: ২৯ নভেম্বর, ২০১৬