** (উৎসর্গ: শ্রদ্ধেয় সর্বকবি অনিরুদ্ধ বুলবুল, কবীর হুমায়ুন এবং মো: সানাউল্লাহ কে)
================================

সত্য অথবা মিথ্যা, ঠিক অথবা বেঠিক
মানুষ জীবনে ত্রিশক্তির প্রভাব অধিক|
পূর্বকাল, ইহকাল, পরকাল, পূর্ণ-জীবনে
পৃথিবী, স্বর্গ, নরক, তিন বাসস্থান মনে|
ট্রিনিটির বিশ্বাস খ্রিষ্ট ধর্মের ভিত
হিন্দু ধর্মে অসুর বধে ত্রিশূলের হিত|
ইসলামী অনেক কর্ম তিনবারে সিদ্ধ
তিন কাল কাটিয়ে মানুষ বুদ্ধিমান বৃদ্ধ|
যদি হয় শব্দ, ছন্দ, ভাব - এই তিন মিলে
একটি কবিতা - তা পাঠক খায় গিলে|
বাংলা কবিতার আসরে আছে ত্রিশক্তি
কবিতা লেখা শেখা যায় যদি করি ভক্তি|
সহৃদয় কবি, নাম তাঁর অনিরুদ্ধ বুলবুল
ঠিক করে দেন শব্দের বানানে যত ভুল|
ক-বীর হুমায়ুন নাম হলেও উনি ছন্দ-বীর
তাঁর ছন্দ-তরঙ্গে নৃত্য করে স্তব্ধ নদী-তীর|
এ জগতের বহু কিছু বুঝা অতি কষ্ট
সানাউল্লাহর কবিতার ভাব খুবই স্পষ্ট|
যদিও এই তিন কবি এক একটিতে গুরু
ওগুলো কেবল তাঁদের কবিত্ব-শক্তির শুরু|
প্রত্যেকের কবিতা ভরা ভাব, শব্দ, ছন্দে
খুঁজে খুঁজে পড়ি তাই মনের আনন্দে|
প্রতিদিন কবিগণ লেখায় চাই উৎসাহ
অকৃপণ দাতা বুলবুল, কবীর, সানাউল্লাহ|
কবিতার আসরকে আজ তাই করি আশীর্বাদ
যেখানে করি ওঁদের সাথে শব্দের আবাদ|
এ বিরান হৃদয় আজ ভরা সবুজ-বনে
এই তিন মহৎ কবির অকৃপণ বরিষণে|
আজ তাই অকপটে প্রার্থনা করে এই মন:
কবিতার আসর আর তিন কবির দীর্ঘ-জীবন|


রচনা: ২ ডিসেম্বর, ২০১৬