মনটা আমার বেজায় বেজার, নিত্য অভিযোগ
কারো মনটাই জানে না সে এ কি মহারোগ।
বোঝে না সে জানতো যদি অন্য কারো মন
তার মনটাও জেনে যেতো অন্য সকল জন।
রূপ-মুখোশের তলে দেখে নোংরা পঁচা কাদা
কেউ কখনো দিতো না তার ভালোবাসায় বাঁধা।
তেমনি যদি জানতো এ মন অন্য সবার মন
অন্য সবার ঘৃণা দেখে কাঁদতো সারাক্ষণ।
রাগে দুঃখে ভুলে যেতো ঠিক বেঠিকের বোধ
নিত্য খুনের গঙ্গা ধারায় চাইতো প্রতিশোধ।
মানব হৃদয় ক্ষমায় কমা, প্রতিশোধে কোপ
তাই ধরাতে মানব জাতি পেয়ে যেতো লোপ।
অসীম ক্ষমার অধিকারী, তিনি বিশ্ব-স্বামী  
তাই তো তিনি এই জগতে একাই অন্তর্যামী।


রচনা: ৫ ডিসেম্বর, ২০১৬