প্রেম এবং স্বপ্ন - যুক্ত বর্ণের সমন্বয়ে জীবনের বিধি
যা আঁকে জীবনের চারিদিকে দু অক্ষরের পরিধি।
সূর্যোদয়ের ক্ষণ পরে শুরু হয় এদের তীব্র বিপ্লব
মধ্যাহ্নের পরে শুয়ে থাকে সারি সারি অর্ধ-মৃত শব।


অবিরাম শব্দ, ছন্দ, সুর বাঁজে তবু নিষ্প্রাণ দেহতেই
খন্ড, বিখন্ড, লয়হীন - যার কোনো শিরোনাম নেই।
অভ্যাসের যাতনায় তবু চলে নিত্য ভালোবাসা-বাসি
খেলে যায় অবরুদ্ধ ভোরের ঠোঁটে অবিশ্বাসের হাসি।


প্রতারিত সময়ের গোঙানি রয় অশ্রাব্য অথবা নির্বাক
ফিরে ফিরে আসে শুধু বিক্রিত বৈশাখ, বিকৃত বৈশাখ।
বসন্তের সৌরভ বিস্বাদিত পান্তা-ভাত-ইলিশ মন্থনে
অসভ্যের ভিতে বাঙালির সভ্যতা পশুত্বের রমনে।


দ্বীপান্বিতা! তুমি চাও নির্মল কবিতা, সবুজ হৃদয়
বৈশাখ-দুপুরের তপ্ত রোদে পুড়ে এখন বিবর্ণ সময়!
শ্রীহীন তনু উষ্ণতাহীন, বড় জোর প্রেমের নিথর কঙ্কাল
রাত্রি বাড়ে দ্বিপান্বীতা, গভীর অন্ধকারে বুনি স্বপ্নের জাল।