সময়ের অবহেলায়    যেই ক্ষণ চলে যায়
            করে না প্রত্যাবর্তন
যত কাঁদো অসময়ে   সবকিছু যাবে হয়ে  
           নিষ্ফল ক্রন্দন।
তোমার যা করণীয়   করে হও বরণীয়
          নইলে করবে তা অন্যে
ভেবো না তুমি ছাড়া  কাজটি হবে না সারা
         পড়ে রবে তোমার জন্যে।


পৃথিবীর বুকে হেথা   নিশ্চুপে লয়ে ব্যথা
           মহীরুহ দন্ডায়মান
কবির বেদনাগুলি    কবি যদি রাখে তুলি
       লেখে না তা কবির সন্তান।
একটাই পোড়া জনম   নিয়মটা যে নির্মম
        আর একবার হবে না আসা
তাই কবি লিখে যাও   দুঃখ, সুখ যাই পাও;
         বিরহ, ব্যথা, ভালোবাসা।


দিও না আঘাত মনে   কখনও অন্যজনে
         ভেবো - কী দিলে না তুমি
ভাবিও তোমার কাছে   অনেকের পাওনা আছে;
          বন্ধু, আত্মীয়, জন্মভুমি।
জগতে রঙের মেলা     হাজার রঙের খেলা
         আলেয়ার আলো রূপমতি
এতো সব রূপের মাঝে   অরূপ রতন বিরাজে
          তারে না পাইলেই ক্ষতি।  


+++++++++++++++++++++++++++++++
বিঃ:দ্রঃ কাব্য কৌমুদীর ত্রয়োদশ কবি, মুহাম্মদ রুহুল আমীন | কবির কবিতার শিরোনামগুলোঃ প্রত্যাবর্তন ; মহীরুহ ; কবি'র সন্তান ; পোড়া জনম ; দিও না আঘাত মনে ; রূপমতি | আমার আজকের অনুশীলন ছিল শিরোনামগুলো অপরিবর্তিতভাবে ব্যবহার করে একটা অর্থপূর্ণ কবিতা লেখা | এই অনুশীলনের মধ্যে দিয়ে জানলাম কবি মানুষের মন ও প্রকৃতির ভাব ও রূপের যে পরিবর্তন আর সংবেদনশীলতা তা নিয়ে খুব সুন্দর কবিতা লেখেন|  কবির দীর্র্ঘ জীবন, সুস্থতা এবং এই ধারার অসংখ্য কবিতা কামনা করি |