বুঝলি না মন পেয়েছিলি কি অমূল্য জীবন
মানুষ হয়ে মানব ধর্ম করলি রে বর্জন।


মুক্তো ফেলে ঝিনুক ভরি
লোভ লালসার বাইলি তরী
উজান ঝড়ের হাতে করলি আত্মসমর্পণ।


দীনের চেয়ে অধম যারা
আপন যে তোর ছিল তারা
করলি না তোর অনন্ত প্রেম তাদের বিতরণ।


সময় যখন হবে যাবার
যদি ভালো লাগে আবার
জানিস মিছে থাকার আশায় কাঁদবে শুধু মন।


হতিস যদি ভাব-জুয়াড়ি
ফেলে যেতিস প্রাসাদ-বাড়ি
অপ্রকাশ সব করে প্রকাশ দেখতি কেমন বন।


==================================
বিঃ দ্রঃ আমার আজকের ছোট্ট কবিতাটি উৎসর্গ করলাম কবি বন্ধু পল্লব কুমারকে |কাব্য কৌমুদীর কবিগনের একজন না হয়েও আমার কাব্য কৌমুদী সংক্রান্ত দীর্ঘ  সিরিজটি অত্যন্ত আগ্রহ ও  নিষ্ঠার সাথে পর্যবেক্ষণ এবং পাঠ করেছেন | আর আমি যখন সিরিজটির শেষ কবিতাটি পোষ্ট করি গতকাল, তখন উনি যথার্থই উল্লেখ করেছেন যে আমি নিজে কাব্য কৌমুদীর অষ্টম কবি | কাব্য কৌমুদীর অন্য সব কবিগনের কবিতার উপর যে অনুশীলনটি করলাম তা আমার  উপর না করলে সিরিজটি সুসম্পন্ন হলো না, এবং আমাকে তা করার জন্যে অনুরোধ করেন| কবির এই তীক্ষ্ণ পর্যবেক্ষণকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে হৃদয়ে স্থান দিয়ে আমার আজকের অনুশীলনে এই ছোট্ট কবিতাটি লিখলাম এবং কবিকে খুব আনন্দের সাথে উৎসর্গ করলাম | উল্লেখ্য কাব্য কৌমুদীতে আমার কবিতাগুলোর শিরোনাম ছিল: জীবন ; মানব ধর্ম ; আত্মসমর্পণ ; অনন্ত প্রেম ; যদি ভালো লাগে ; জুয়াড়ি ; অপ্রকাশ | শিরোনামগুলো এই ছোট্ট কবিতাটিতে অপরিবর্তিতভাবে ব্যবহার করা হয়েছে |