দেহে যদি ঢুকে পড়ে ক্ষুদ্র ভাইরাস
দেহের সুস্থতা দ্রুত হতে পারে নাশ।
দেহ তখন অসুস্থ, আসে তার জ্বর
উষ্ণতায় পুড়ে পুড়ে কাঁপে থরথর।
প্রয়োজন বিশ্রামের, পিপাসায় জল
উষ্ণতা নামাতে চাই প্যারাসিটামল
ক্রোধ, হিংসা, লোভ, মোহ মনে ভাইরাস
হৃদয়ের শীতলতা করে এরা নাশ।


মনের অসুখ শুধু করা যায় দূর
প্রেম, ত্যাগ, ক্ষমা দিয়ে করে ভরপুর।
বিশ্বাস, প্রার্থনা যদি হয় সাথে যোগ
মনুষ্যত্ব দূর করে পাপাত্মার রোগ।
অন্যথা, অসুস্থ মনে পশু করে ভর
হাজার জীবনে আনে দুঃখ, কষ্ট, জ্বর।