লাগাও যদি একটি লেবুর গাছ
সময় মতো তাতে, ঢালো সার আর জল
গাছটি হবে সবুজ, সবল, তাজা
অল্পদিনে ডালে ডালে ধরবে তাতে ফল।
সময় মতো পেড়ে লেবুগুলো
হাতের চাপে নাই যদি কেউ ঘষে
কেউ কখনো পায় না পিপাসাতে
লেবুর শরবত সে সব লেবুর রসে।
অবহেলায় ঝুলে সময় কাটে
পাকা পাকা লেবুগুলি ঝরে মাটির 'পরে
পঁচতে থাকা লেবুই ধরে পোকা
চারিদিকের পরিবেশটা দুর্গন্ধে ভরে।


শিশুর জীবন যত্ন পেলে ধরায়
দিনে দিনে বেড়ে উঠে, হয় পূর্ণ দেহ
মেধার রসে ভরে নাকো সমাজ
যত্নমাখা হাতে যদি চাপটা না দেয় কেহ।
আকাশ ছোঁয়া সম্ভাবনা মরে
সমাজটাকে করে তোলে দুর্গন্ধময়
সমাজে চাই যত্নমাখা হাত
সম্ভাবনার মেধা যেন না হয় অপচয়।