গ্রীষ্ম, বর্ষা, শীত - সময়ের চক্রে চলে অনন্ত কাল
একটি দশক তার কাছে নয় এক তিল, নয় এক তাল।
প্রতিদিনের আসা-যাওয়া নিতান্তই নীরব, সংগোপনে
শুধু আজ রেখে গেলো এক বিস্ময়বোধ আমার ক্ষুদ্র মনে।


আমার কর্মস্থলে যাতায়াতের পথের একপাশে
প্রতিদিন দেখি এক ষাটোর্ধ বৃদ্ধ শীত, গ্রীষ্মে বসে -
দ্যা বিগ ইসু! দ্যা বিগ ইসু! হেঁকে যায় প্রতি ক্ষণে,ক্ষণে
দ্যা বিগ ইসু ম্যাগাজিন অস্ত্র তাঁর জীবিকার রণে।


যে দেশে জীবনের স্বস্তি বাঁধা সরকারের ন্যূনতম ভাতায়
সাজানো দৈহিক বৈকল্যে শতজন সরকারি অনুদান হাতায়
যেখানে সৌখিন গৃহহীনেরা পথপাশে বিছায়ে রুমাল
সভ্যতার পরিচ্ছদে বসে রচে উপার্জনের ভিক্ষা-জাল
সেই পথের অন্যপাশে পক্ষাঘাতে অর্ধ দেহহারা
প্রতিদিন দেখায় সে জীবনের অন্য এক ধারা।
জানি না কোন কোন বিগ ইসু থাকে ওই ম্যাগাজিনে
কোনোদিন কিনিনি।
অথচ একদিনও অফিসে যাইনি তাঁর হাসিমুখে 'গুড মর্নিং' বিনে।


হে অর্ধদেহী শ্বেতাঙ্গী বৃদ্ধ!
তুমি কি জানো পৃথিবীতে নেই তোমার চেয়ে বড় বিগ ইসু ?
জীবনের যুদ্ধে যোদ্ধা হওয়ায় আমি তোমার নীরব শিক্ষার্থী-শিশু।
যাতায়াতের পথে যতবার ভেবেছি, কিনবো তোমার একটা ম্যাগাজিন
শ্রদ্ধানত হৃদয়ের তিরস্কার শুনেছি -
কিনে তাঁর হাসি, বসায়ে তাঁরে বিক্রেতার আসনে হ'বি কি শ্রদ্ধাহীন?


## www.thebigissue.org.au তে অনেক তথ্য পাওয়া যাবে দ্যা বিগ ইসু সম্পর্কে।