ওরে ও ভন্ড নেতার দল
আর কতদিন করবি তোরা মহাসাধুর ছল?


পরবি গলায় তসবিহ মালা; ভরবি সকল ধর্মশালা
কেউ টুপি কেউ ঘোমটা পরা; হজ্জ্ব, পূজাতে অর্ধ-মরা
পড়বি মুখে ধর্ম-গাঁথা; উপাসনায় লুটিয়ে মাথা
শয়তানীতে ভরবি হৃদয় তল
আর কতদিন করবি তোরা ধর্ম নিয়ে ছল?
ওরে ও ভণ্ড নেতার দল।


ভন্ডামী তোর বিশ্বাসে; বিষ যে তোদের নিঃশ্বাসে
নামেই শুধু স্বদেশপ্রীতি; নীতির মুখোশে দুর্নীতি
দেশের সম্পদ খেয়ে চুষে; টাকার পাহাড়-চূড়ায় বসে
দুর্নীতিহীন তোরা যে নির্মল
আর কতদিন করবি তোরা নীতির নামে ছল?
ওরে ও ভণ্ড নেতার দল।


মুখেই জনপ্রেমের বুলি; ভোট চেয়ে নিস্ পদধূলি
ক'দিন পরে সবই ভুলি; তাদের বুকেই চালাস গুলি
কথায় কথায় রক্ত ঝরাস; ভিন্ন মতেই ফেলিস যে লাশ
গণতন্ত্রের মুখোশ পরা ওরে কসাই, খল
আর কতদিন করবি তোরা গণতন্ত্রের ছল?
ওরে ও ভণ্ড নেতার দল।


বিশ্বাস নেই ভক্তিতে; বিশ্বাস শুধু শক্তিতে
সত্যি কি, তা জানিস না; মিথ্যা যে পাপ, মানিস না
ভক্তি শুধুই সম্পদে; স্বার্থে খুশী চামচা পদে
জনগণের শক্তি কেড়ে; বলিস সদাই হাতটি নেড়ে
রাজনীতিতে জনগণই সকল বল
আর কতদিন করবি তোরা এই ক্ষমতার ছল?
ওরে ও ভণ্ড নেতার দল।


যেই না বসিস সিংহাসনে; নিজকে সিংহ ভাবিস মনে
ভাবিস এমন জীবন ভরে; এক এক জনকে খাবি ধরে।
মূর্খ, অন্ধ, রে নির্বোধ; ইতিহাস কাল নেবেই শোধ
জানিস নাতো লেখাপড়া; তাই বলিস তা, যা মনগড়া
জ্ঞানীরা কেউ যায় না ভুলে; দেখ ইতিহাস সামনে খুলে
যুগে যুগে হাজার নেতার রসাতল
আর কতদিন করবি তোরা মহাজ্ঞানীর ছল?
ওরে ও ভণ্ড নেতার দল।