তোর উপরে ভরসা যখন
যতই ডুবাস
বলবো না তা ভরাডুবি
কাঁড়বি পায়ের তলার মাটি?
ভাব তবে তুই
আমায় শেষে কোথায় থুবি।


দিলি না তুই কাঠের নৌকা
তাই বেয়ে যাই কলার ভেলা
অধেক ডুবি, অধেক ভাসি
এমনি করেই কাটে বেলা
হোক না রে তোর এটাই খেলা
এতেই যদি
পাস ওরে তুই মজা খুবই।


সবাই দেখে সাঁতার আমার
কেউ দেখে না খাই যে খাবি
হাত, পা নাড়া বন্ধ করি
এই কথাটা তাই তো ভাবি।
তুই শূন্যে ভাসার করিস দাবি
তোর ভাসাতে মাহাত্ম কী
যদি শেষে আমিই ডুবি?