কী ব্যথায় কাঁদো সাগর, কেউ কী তা  বুঝে
বুকভরা হাহাকারে যুগে যুগে যাও কারে খুঁজে?


কি ব্যথায় ওঠে তব বুক ফুলে ফুলে
কোন বিক্ষোভে ভাঙো ঢেউগুলি কূলে
যে নদী এলো বুকে, তারে গিয়ে ভুলে
কোন্ সে প্রেয়সীর পায়ে যাও প্রেম পূঁজে?
কী ব্যথায় কাঁদো সাগর, কেউ কী তা বুঝে?


খোলা বুক মেলে কি গো গগনের নিচে
সঙ্গম তৃষ্ণাতে কেঁদে মরো মিছে
গগনের বুক হতে তাই কি গো ঝরিছে
সঘন বরিষণ - নিতে বুকের নোনা জল মুছে?  
কী ব্যথায় কাঁদো সাগর, কেউ কী তা বুঝে?