এই দুনিয়ার পাঠশালাতে খোলা যে বইখানা
কেমন করে পড়বি তা তুই চোখ যদি হয় কানা
ও তোর চোখ যদি হয় কানা?


সামনে যে তোর সদাই খোলা মহাজ্ঞানের বই
বুঝবি রে তুই তার রহস্য মনখানা তোর কই?
মন ছাড়া মুখ যতই নাড়াস হয় না কিছুই জানা
ওরে হয় না কিছুই জানা।


খুলিস যদি মনের চক্ষু দেখবি পরিষ্কার
রঙ ছাড়া সব রঙের খেলা খেলছে খেলোয়াড়।
নীল রঙের এক ঢাকনা দিয়ে ঢাকা যে এক হাড়ি
তার ভিতরে জ্বালায় সে জন রঙ ছাড়া সব ছাড়ি
সময় হলেই যে যার রঙে মেলে রঙিন ডানা
ওরে মেলে রঙিন ডানা।


একই আলো-বাতাস মাঝে কাটে সবার বেলা
একই হাঁড়ির ভেতর চলে হাজার রঙের খেলা।
যে জীবনটা বাঁচার তরে হাওয়ার প্রয়োজন
ভুবনভরা হাওয়া পেয়েও বাঁচে না সেই জীবন
প্রাণপাখি যার যাওয়ার সময় মানে না তার মানা
ওরে মানে না তার মানা।