ইকবাল ভাই          পেটের ব্যথায়
         কেঁদে দেয় গড়াগড়ি
কী যে করে হায়      ভেবে নাহি পায়
         দেবে কী গলায় দড়ি?
শেষ মেশ যায়        ডাক্তার খানায়
         ডাক্তার পরীক্ষা করে
ইকবাল মাঝে        বকে আজেবাজে
         ব্যথায় যায় যে মরে।
ডাক্তার চুপচাপ     মাপে চাপ-তাপ,
          অতপর ঔষধ লেখে
বলে অবশেষে      কী মধুর হেসে
          ফিস হাতে দেখে -
ঔষধটা কিনে       তিনবার দিনে
          খাও পাঁচ ছয় দিন
যদি নাই সারে     করো তারপরে
          পরীক্ষা অন্তহীন।
শেষে ইকবাল      কষ্টে চেপে গাল
          করে জিজ্ঞাসা
কি হয়েছে পেটে    যদি কিছু মেটে
          তা জানার আশা?
পোড়া তেলে জ্বলে  ডাক্তার বলে        
          বেটা মূর্খ-চাষা
কারণটা খুঁজিস      কতটুকু বুঝিস  
          করিস কি জিজ্ঞাসা?
যাতে হয় মরা       তোর পেটে ভরা
         ডিফারেন্শিয়াল ক্যালকুলাচ
বুঝলি কি ছাই?     আর কথা নাই
         মরলে মর নয় তো বাঁচ।