একদিন সমুদ্র ডেকে বলে নদীরে
তোর বুকের জল সব দিতিস যদি রে
দু'তীরের তৃণলতা যেত নাকো মরে
তুই-ই তাই দায়ী ওদের মরার তরে।


নদী বলে, আমার জল দিয়ে তোমাকে
বলো এই বুকে তার কতটুকু থাকে?
তার থেকে সামান্য ওদেরকে দিয়ে
তবুও তো কিছুদিন রাখি বাঁচিয়ে।
তারপর দিনে দিনে ওরা যত বাড়ে
অনেক শেকড় আর ডালপালা ছাড়ে
আমার বুকের শেষ বিন্দু ওরাই শোষে
তবু শেষে দায়ী করো হত্যার দোষে?
আমার এ বুক থেকে যত মিঠে জল
নিয়ে তুমি করো তা লবনাক্ত-গরল
নীল হয়ে রোষে রোষে তোলো শুধু ঢেউ
তোমার অথৈ জলে বেঁচেছে কি কেউ?


সমুদ্র গর্জে বলে, বড় কথা ছোট মুখে
সমস্ত জলের আধার তো আমার বুকে!


নদী বলে, বায়ু আর সূর্য যদি আগুন না জ্বালে
তোমার আধার কি মেঘ হয়ে ঢালে?


বিপুল সম্পদে কয়জন থাকে স্বস্তিতে
আগুন আর ঝড় চাই তা দিতে বস্তিতে।