মন কেন কাঁদে আজ জানি না, জানি না
মান অভিমানে ভরা কোন কথা আনি না
তবু মন কাঁদে কেন জানি না।


যা এসেছি একদিন পিছনে ফেলে
মনের প্রজাপতি আজ ডানা মেলে
ফেলে আসা সবুজের ছাঁয়ে যায় উড়ে
সময়ের তাপে যা গিয়েছে গো পুড়ে
পিছনে ফিরে এ মন বলে মানি না, মানি না
তবু মন কাঁদে কেন জানি না।


যে ফুলের পরাগে রেঙেছিলো স্বপ্ন
সময়ের অভিশাপে হয়েছিল ভগ্ন
ফুটন্ত সে ফুলের পরাগেরা তাই
ফল হয়ে সে বোটাতে কভু ধরে নাই
হারিয়েছে যে কবে তারে বুকে টানি না, টানি না
তবু মন কাঁদে কেন জানি না।