অনেক আগে মাটির বুকে পুতেছিলাম বীজ
ভেবেছিলাম সতেজ গাছের ফল হবে মোর নিজ।


অনেক পরে গিয়ে দেখি শীর্ণ সে এক গাছে
শুকনো ছোট, পাতা, ফুল আর কয়েকটি ফল আছে।


গাছটা ধরে শুধাই তারে, হয়েছে তোর কী রে
নেই কেন ফুল, নেই কেন ফল শীর্ণ এ শরীরে?


গাছটা বলে, বীজটা তুমি পুতেছো যার বুকে
হৃদয়টা তার ভরেছো কী যত্ন, প্রেমের সুখে?
মাটির বুকে না দাও যদি মধুর প্রেমের পরশ
কোথায় কবে দিয়েছে সে, ফুল কিবা ফল সরস?