বান এসে তীর ভাঙে, রেখে যায় পলি
ক্ষত বুক রত হয়; জীবনের ব্রত লয়
সবুজের ছোঁয়া দেয়, যেথা যায় জ্বলি'।


ঝড় এসে ভেঙে যায় গাছে গাছে শাখা
নব ডাল-পাতা এসে; দুলে দুলে হেসে হেসে
শিক্ষা দেয় ভালোবেসে, ক্ষত ঢেকে রাখা।


গ্রীষ্ম এসে দাবদাহে, শালবন পুড়ে
বুক ভরা অঙ্গার; ফোটে বীজ নীচে তার
অঙ্কুর হাসে আবার, পোড়া বুক জুড়ে।


তীর ভাঙা, শাখা ভাঙা, পুড়ে যাওয়া জীবন
ফাটলে আগুন ঠাসা; প্রলেপ মাখানো হাসা
স্বজনের ভালোবাসা, নিভায় তার দহন।