প্রশংসা ভালো কর্ম, দিতে কিংবা পেতে উত্সাহ
অধিক প্রশংসা তবু বিনয়কে করে ফেলে দাহ।
ক্রমাগতঃ প্রকাশ্য প্রশংসায় মানুষ হয় অহংকারী
অর্জনের আয়ুস্কাল ক্রমশঃ সংক্ষিপ্ত হয় তারই।


দিনের শেষের মতই ছায়া হয় দীর্ঘ থেকে দীর্ঘতর
কায়ার ক্ষমতা ভুলে মানুষ করে ছায়ার উপর ভর।
অচিরেই সূর্য যায় অস্ত, ছায়া হয় ক্রমশঃ অদৃশ্য
অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকে কায়া তার নিঃস্ব।


ধ্বংস করে মানুষের কর্মস্পৃহা অহেতুক নিন্দা
হতাশায় মানুষ হয় আলোহীন আঁধারের বাসিন্দা।
ক্রমশঃ হয়ে ওঠে বিধ্বংসী, আত্মঘাতী, আগ্রাসী
সহ্য করে না সে অন্যের অর্জন, প্রশংসা, হাসি।


প্রশংসা আসে যখন আদ্র সমালোচনার মোড়কে
মানুষকে বোধ দেয় ভালোমন্দের, গতি দেয় জড়কে।
মানুষ জানে তার সত্যিকার আকার ও অবস্থান
মধ্য গগনের সূর্যে ক্ষীণ ছায়ায় কায়া রয় দীপ্তিমান।


মানুষ থাকে না প্রশংসা, নিন্দা অথবা সমালোচনাহীন
জ্ঞানীজন করেন তাহা - যেখানে, যাহা, যতটুকু সমীচিন।